সৌমেন দেবনাথ :
অত্যন্ত প্রজ্ঞায় হত্যার কলায় সত্য সততার শরীরে
ছিদ্র এঁকে দিয়ে নিরাপদ দূরত্বে ভগবান স্তুতি করি
আমি ও আমরা দেবশিশু।
শুটকির রাজ্যে বিড়াল চৌকিদার
রাবণ-মনস্ক সদিচ্ছায় সব লয় যাবে
ভাবতে ভাবতে ভেঙে পড়বে
জমাট হবে কান্না তবু পাবে না তালাশ
কেউ বুঝবে না কেউ জানবে না রক্তচুম্বনের ইতিহাস
মৃতের বুকে দাঁড়িয়ে অপ্রাপ্ত প্রেমিকার মত উল্লসিত
আমরা ধ্বংস অবতার
নরমে নরম তবুও পারবে না করতে হজম
শক্তে শক্ত হিং¯্র সূর্য বুঝতে গলদঘর্ম
আমরা উলঙ্গ শিশু, ভিখারী মাকেও হায়েনা ন্যায় বাগড়া দিই
লিখে যাও চিন্তিত মহাপুরুষ মূর্খদের জন্য পাদটীকা।