সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাপিক পয়েন্ট) এ মানববন্ধনে বক্তরা, বলেছেন ২৮ ফেব্র“য়ারি হাওর রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বাঁধের অর্ধেক কাজও শেষ হয়নি। এমতাবস্তায় অরক্ষিত হাওর নিয়ে দুশ্চিন্তিায় রয়েছেন সুনামগঞ্জের কৃষকরা। এবার যদি প্রশাসন বা পিআইসির গাফিলতির কারণে হাওরে কোন দুর্যোগ হয় তাহলে আর মামলা নয়, প্রশাসন ও পিআইসিদের বাড়ি ঘেরাও করা হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
ফসল রক্ষা বাঁধ নির্মাণে নীতিমালা লঙ্ঘন, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও যথাসময়ে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন না করার প্রতিবাদে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আমাদের আন্দোলনের ফলে সরকার বাঁধের নতুন নীতিমালা তৈরী করলেও প্রশাসন ও পিআইসি সেই নীতিমালা না মেনেই বাঁধের কাজ করছে। ইতোমধ্যে অনেক বাঁধে ফাটল দেখা দিয়েছে, কোথাও মাটির পরিবর্তে বালি দিয়ে বাঁধ তৈরী করা হচ্ছে, ঝুকিপূর্ন স্থানে আগে বাঁধ নির্মাণ না করে বিল পাওয়ার জন্য পুরাতন বাঁধের উপর মাটি ফেলে প্রগ্রেস দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে পাউবোর এসও’দের সতর্ক হওয়ার জন্য আহ্বান জানানো হয়। তারা বলেন, ২৮ ফেব্র“য়ারির মধ্যে যদি সকল বাঁধের কাজ প্রশাসন শেষ ঘোষণা করতে পারেন তাহলে আমরা আর মানববন্ধন নয় প্রশসনকে অভিনন্দন জানিয়ে মিছিল সমাবেশ করবো। আমরা চাই হাওরের ফসল নিরাপদে কৃষকের ঘরে উঠুক এটাই আমাদের মূল লক্ষ্য। যদি কারো গাফিলতির কারণে কৃষকের ফসল ঘরে না উঠে তাহলে তাদের ক্ষমা করা হবে না। হাওরের কৃষকদের আদালতে তাদের বিচার করা হবে।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সম্মানীত সদস্য ইয়াকুব বখত বহলুল, মোর্শেূদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, একে কুদরত পাশা, মাসুম হেলাল, ইমরানুল হক চৌধুরী, ওবায়দুল হক মিলন, শহীদ নুর আহমেদ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে যোগ দেন সিনিয়র আইনজীবী এডভোকেট স্বপন কুমার দেব, ইশতিয়াক আহমেদ রুপু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রমেন্দ্র কুমার দে মিন্টু, বিকাশ চৌধুরী ভানু, নিপেশ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, চন্দন কুমার, অধ্যক্ষ রবিউল ইসলাম, মাহবুবুর রহমান পীর, প্রদীপ পাল, রাজু আহমেদ, তোহা মির্জা, এইচ এম জাকারিয়া, মুহিবুর রহমান, শাহাব উদ্দিন, জিয়াউর রহমান, আবু সাইদ, জসিম উদ্দিন প্রমুখ।