গতকাল বিকাল ৪টায় স্থানীয় টাউন হলে হবিগঞ্জের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ছাত্র নেতা প্রণব কুমার দেবের সভাপতিত্বে এবং শিক্ষা আন্দোলন কর্মী ইমদাদ মোহাম্মদের সঞ্চালনায় বক্তৃতা দেন ছাত্র নেতা মোঃ আল আমিন, মেহেদি হাসান, শফিকুল হক, হবিগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন সহ আরো অনেকেই। মানববন্ধনে অবিলম্বে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিকল্প শিক্ষাব্যবস্থা নিয়ে সারাদেশের শিক্ষার্থীদের ৭ দফা দাবী উপস্থাপন করা হয়। মানববন্ধনের সভাপতি প্রণব কুমার দেব বলেন শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। সরকার সবকিছু খুলে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়েছে হাজার হাজার শিক্ষার্থী। চাকরির বয়স অতিক্রম করছে লাখ লাখ তরুণ তরুণী। তাই অনতিবিলম্বে শিক্ষার্থীদের ভ্যাকসিন, স্বাস্থ্যকার্ড এবং সকল শিক্ষার্থীদের অর্থ বরাদ্দসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। ছাত্র নেতারা আরো বলেন সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আগ পর্যন্ত তাদের লাগাতার আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়, জেলা শিক্ষা অফিস কার্যালয় পর্যন্ত গিয়ে মিছিল শেষ হয়। বিজ্ঞপ্তি