স্টাফ রিপোর্টার :
নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকায় আকলিমা আক্তার রিমা (২০) নামের তরুণীর আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রিমার পিতা আব্দুল আহাদ শিবলু বাদি হয়ে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ। তিনি বলেন, এ ঘটনায় রিমার বাবা বাদি হয়ে অপমৃত্যু মামলা (নং-২৫) দায়ের করেছেন। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার রাত ১০ দিকে শয়নকক্ষ থেকে আকলিমা আক্তার রিমার লাশ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ। রিমার মৃত্যুর পেছনে ‘প্রেম’ থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
রিমা গোলাপগঞ্জ উপজেলার রানাপিং গ্রামের আব্দুল আহাদ শিবলুর কন্যা। তারা সুরমা আবাসিক এলাকার এডভোকেট মো. আজিম উদ্দিনের (রেনেসা-২) বাসার দ্বিতীয় তলায় ভাড়াটে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ইফতারের পর রিমা তার শয়নকক্ষে চলে যান। পরে রাত ৯টার দিকে হঠাৎ সিলিং ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার ও কান্না করতে শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ওই বাসায় গিয়ে রিমার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
আকলিমা আক্তার রিমা আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। তার হাতে কাটার দাগ পাওয়া গেছে। পুলিশ বলছে- আত্মহত্যার আগে ভাঙা গ্লাসের টুকরো দিয়ে সে তার হাতে কিছু লেখার চেষ্টা করছিলো হয়তো। তবে অক্ষরগুলো স্পষ্ট নয়। এ আত্মহত্যার পেছনে কোনো প্রেমের গল্প থাকতে পারে বলে পুলিশও ধারণা করছে।
কোতোয়ালি থানার ওসি তদন্ত মো. ইয়াসিন রাত সাড়ে ১০টার দিকে বলেন, খবর পেয়ে আমরা ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- সে আত্মহত্যা করেছে এবং আত্মহত্যার আগে ভাঙা গ্লাসের টুকরো দিয়ে সে তার হাতে কিছু লেখার চেষ্টা করছিলো। ঝুলন্ত লাশের পাশে একট ভাঙা গ্লাসের টুকরো পাওয়া গেছে। তবে শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।