মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে সময়সূচি ঘোষণা করা হয়।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে জেলায় ইতোমধ্যে নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে প্রার্থীতার আবেদন। সম্ভাব্য প্রার্থীদের নিকটাত্মীয়, শুভানুধ্যায়ী ও অনুগত নেতাকর্মীরা প্রার্থীতার জন্য ফেইসবুকে চালাচ্ছেন প্রচারণা। অনেক নেতাকর্মী নিজের ফেইসবুক আইডিতে পোস্ট দিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাদের শুভাকাক্সক্ষীী প্রার্থীকে জানান দিচ্ছেন।
কার পোস্ট কত বেশি শেয়ার, লাইক, কমেন্ট হচ্ছে, তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। ফেইসবুকের পাতা যেন হয়ে উঠেছে মনোনয়ন লড়াইয়ের আদর্শ মাঠ। অনেকে আবার ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চালাচ্ছেন জোর প্রচেষ্টা।
মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় মোট ভোটার (নির্বাচক মন্ডলির সদস্য) ৯৫৬ জন। জেলার সাতটি উপজেলার ১৫টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে আগামী ২০ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম ইতোমধ্যে শোনা যাচ্ছে তাদের মধ্যে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মরহুম সৈয়দ মহসীন আলীর সহধর্মীনি ও সাবেক এমপি সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুহিবুর রহমান তরফদার, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিছবাউর রহমান, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ।
এছাড়াও স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন কুলাউড়ার সাবেক এমপি এম এম শাহীন, গণফোরামের সাবেক জেলা সভাপতি সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, সাংবাদিক এমএ মোহিত।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান গত ১৮ আগস্ট মারা যান। এর ফলে আসনটি শূন্য হলে প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি ৬ সেপ্টেম্বর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।