সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করছে। তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবায় এক অনন্য রুল মডেল। বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য প্রশংসিত হয়েছেন। তিনি বলেন, হাসপাতাল রোগী কল্যাণ সমিতি দুস্থ, অসহায় রোগীদের সেবায় কাজ করছে। এজন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কনফারেন্স হলে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয় আয়োজিত ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুব রহমান ভ‚ইয়ার সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম সেমিনারের হাসপাতালে রোগী কল্যাণ সমিতির কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তব্য রাখেন এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ সৌমিত্র চক্রবর্ত্তী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, রোগী কল্যাণ সমিতির দাতা সদস্য সমাজসেবী আব্দুল জব্বার জলিল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মাহি উদ্দিন সেলিম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডাঃ আবু ইউসুফ ভ‚ইয়া, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন, জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী, কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই ইউ শহিদুল ইসলাম, সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি রোটারিয়ান এম এ মান্নান, পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন এর ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল, সমাজসেবী মনির উদ্দিন চৌধুরী, আলিম ইন্ডাস্ট্রির পরিচালক আলিমুল হাসান চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জাতীয় মহিলা সংস্থার সভাপতি হেলেন আহমেদ, বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, সহকারী পরিচালক নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল হক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এসএম মুক্তার হোসেন, সিলেট প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম আহমদ আলী, হাসপাতাল সমাজসেবা অফিসার জাহানারা বেগম, খলিলুর রহমান, আবুল হাসনাত প্রমুখ।
সেমিনারে মাহিউদ্দিন সেলিম রোগী কল্যাণ সমিতিকে ১ লক্ষ টাকার চেক প্রদান করেন এবং আব্দুল জব্বার জলিল ২ জন হেল্প ডেস্ক সহকারী মাহি উদ্দিন সেলিম ৪ জন হেল্প ডেস্ক সহকারীর সম্মানীসহ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। এডভোকেট ই ইউ শাহিদুল ইসলাম টিআইবি’র পূর্ববর্তী ডেস্ক সহকারী প্রদানের ঘোষণা দেন। বিজ্ঞপ্তি