মাস্ক না পরার অপরাধে কোর্ট পয়েন্টে ২ জনকে জরিমানা

4

স্টাফ রিপোর্টার :
লকডাউনের পঞ্চম দিনে গতকাল রবিবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় জেলা প্রশাসনের এনডিসি মোহাম্মদ ইশতিয়াক ইমনের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় মাক্স না পরার অপরাধে ২ জনকে ৫শত টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে তাদেরকে সর্তক করে দেয়া হয়।
জেলা প্রশাসনের অভিযান চলাকালে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ও ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।