চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স নিয়ে প্রস্তুতিমূলক সভা

7
চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো: মজিবর রহমান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) সিলেট ও চট্টগ্রাম বিভাগের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। কথা বলবেন এই জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে। শুনবেন তাদের সুখ-দুঃখের কথা। শোনাবেন তাদেরকে আশারবাণী। শ্রমিকরাও সন্তানের দাবি নিয়ে মায়ের কাছে নিজেদের জীবনকথা তুলে ধরবেন।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স নিয়ে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলার চা বাগানগুলোতে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি স্থানীয় প্রশাসনও প্রস্তুতি শুরু করেছেন।
যার ধারাবাহিকতায় বুধবার দুপুরে জেলা প্রশাসনের হল রুমে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সভা। জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ, স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু, চা শ্রমিক নেতা রাজু গোয়ালাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলা প্রশাসক জানান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে শনিবার বিকেল ৪টায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন চা বাগান থেকে কয়েক হাজার চা শ্রমিক যোগ দেবেন বলে শ্রমিক নেতারা জানান। নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি চা বাগান শ্রমিকরাও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। বিজ্ঞপ্তি