করোনায় ২৪ ঘন্টায় সিলেটে আরো ২ জনের মৃত্যু, ৬২ জন শনাক্ত

4

স্টাফ রিপোর্টার :
সিলেটে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দিনদিন বাড়ছে। সেই সাথে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২জন। আর সুস্থ হয়েছেন ৪৪জন।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সিলেটে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬২জন। তারমধ্যে সিলেট জেলায় ৫৫ জন, সুনামগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ৫ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে পুরো বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৫৯ জন। তারমধ্যে সিলেটে ১২ হাজার ২৭২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৬৭ জন, হবিগঞ্জে ২ হাজার ২১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২০২ জন।
একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৩৪১ জন। তারমধ্যে সিলেটে ১১ হাজার ২০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৫৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার জন।
সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১০ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৯৪ জন, হবিগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ২ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ২জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১১ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৪০ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।