হবিগঞ্জ থেকে কষ্টি পাথরের মূর্তিসহ ২ পাচারকারী গ্রেফতার

7
র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তি সহ আটক পাচারকারী ও উদ্ধারকৃত মালামাল।

স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ থেকে কষ্টি পাথরের মূর্তিসহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত শুক্রবার সন্ধ্যায় বাহুবল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার ও মূর্তিটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার বাহুবল থানার উত্তরসুর গ্রামের মৃত আব্দুল লতিবের পুত্র সানু মিয়া উরফে সানু মোল্লা (৫৫) ও একই থানার হরিতলা গ্রামের আব্দুস সামাদের পুত্র মো: হারুন মিয়া (৪৩)।
র‌্যাব জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বাহুবল থানার ৪নং বাহুবল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তরসুর গ্রামের জনৈক সানু মিয়া উরফে সানু মোল্লা এর রুমের ভেতর অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে প্রাচীন কষ্টি পাথরের মূর্তি জব্দসহ পাচারকারী সানুমিয়া উরফে সানু মোল্লা ও মোঃ হারুন মিয়াকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব নিয়মিত মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।