শেখ একেএম জাকারিয়া :
বোশেখ দেখি পাড়াগাঁয়ে
বোশেখ দেখি ডানে বায়ে
বোশেখ দেখি মাঠে,
বোশেখ দেখি ব্যস্ত কাজে
বোশেখ দেখি নতুন সাজে
শিশুর বইয়ের পাঠে।
বোশেখ দেখি বোরো ক্ষেতে
বোশেখ দেখি পথে যেতে
বোশেখ দেখি বনে,
বোশেখ দেখি প্রখর রোদে
বোশেখ দেখি চিন্তা-বোধে
শিশুর অবুঝ মনে।
বোশেখ দেখি রোজার মাসে
বোশেখ দেখি সবুজ ঘাসে
বোশেখ দেখি কেশে,
বোশেখ দেখি এই করোনায়
বোশেখ দেখি ঝড়ো হাওয়ায়
আমার বাংলাদেশে।