সিলেট মহানগর জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি ॥ হিংসা ভেদাভেদ ভুলে সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসুন

27
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, লাখো শহীদের রক্তস্নাত স্বাধীনতা আমাদের গৌরবোজ্জ্বল অর্জন। মহান স্বাধীনতা সংগ্রাম আমাদের প্রেরণার উৎস। মুক্তিযুদ্ধে শহীদান ও বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। স্বাধীনতার ৫০ বছর উদযাপন সাহসী, চির সংগ্রামী ও বিজয়ী জাতি হিসেবে আমাদের জন্য পরম পাওয়া। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। হিংসা বিদ্বেষ ও রাজনৈতিক হানাহানির কারণে আমাদের সকল অর্জন আজ বিসর্জনে পরিণত হয়েছে। স্বাধীনতার মূলমন্ত্র সাম্য, মৌলিক অধিকার, অর্থনৈতিক মুক্তি ও ভোটের অধিকারের জন্য এখনো আমাদেরকে লড়াই করতে হচ্ছে। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করা যে কোন জাতির জন্য বিষয়টি পরিতাপের। স্বাধীনতাকে অর্থবহ করতে রাজনৈতিক প্রতিহিংসাকে চিরতরে বিদায় জানাতে হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তির এই শুভ সময়ে হিংসা, ভেদাভেদ ভুলে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সমৃদ্ধ দেশ জাতি গঠনে দেশপ্রেমিক জনতাকে এগিয়ে আসতে হবে।
তিনি বৃহস্পতিবার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা মুজিবুর রহমান, ক্বারী আলাউদ্দিন, হাফিজ মশাহিদ আহমদ, শামীম আহমদ, আনোয়ার আলী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি মো: সাইফুল ইসলাম ও সেক্রেটারী আব্দুল্লাহ আল ফারুক সোহেল প্রমুখ। বিজ্ঞপ্তি