জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করলেন পরিকল্পনামন্ত্রী

8

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের ভূরাখালি ও স্লুইচ গেইট এলাকার ঝুঁকিপূর্ণ অংশ পরিদর্শন করলেন সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। ৯ এপ্রিল শনিবার বাঁধ পরিদর্শনকালে মন্ত্রী বলেন, নদীর পানি কমে যাওয়ায় হাওরের সার্বিক পরিস্থিতি ভালো আছে। পিআইসিদের তাড়াতাড়ি বিল প্রদানে পাউবো কর্তৃপক্ষের প্রতি তিনি আহবান জানান। সেই সাথে ৪নং প্রকল্প এলাকার স্লুইচ গেইট অংশের বাঁধ ধসে যাওয়ায় আরেকটি বিকল্প বাঁধ নির্মাণের নির্দেশনা প্রদান করেন।
এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সাবেক চেয়ারম্যান হারুন রাশীদ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ, সাবেক যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, পিআইসিদের মধ্যে ছালিকুর রহমান, জহিরুল ইসলাম, আহমদ আলী, রণধীর কান্তি দাস রান্টু সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।