বিজিবি’র অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় মদ উদ্ধার

46

স্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলা ও ছাতক থেকে লক্ষাধিক টাকার ভারতীয় মদের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলা ও সুনামগঞ্জের ছাতকে পৃথক অভিযান চালিয়ে ৬১ বোতল ভারতীয় মদ ও বিয়ার ক্যান ১৮টি উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের সিজার মূল্য ১ লাখ ২ হাজার টাকা।
গতকাল সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি’র বিজিবি সদস্যরা গত রবিবার সন্ধ্যায় পশ্চিম কালাইরাগ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ভারতীয় ৩২ বোতল অফিসার চয়েস মদ ও ১৮টি বিয়ার ক্যান উদ্ধার করে। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ৫৮ হাজার টাকা।
জৈন্তাপুর উপজেলায় বিজিবি সদস্যরা গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গুয়াবাড়ি এলাকায় অপর এক অভিযান চালায়। অভিযানকালে ভারতীয় ৮ বোতল এমপি দুয়েল মদ উদ্ধার করে। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ১২ হাজার টাকা।
এছাড়া সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপি’র বিজিবি সদস্যরা গত রবিবার সন্ধ্যায় বাগানবাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ভারতীয় ২১ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করে। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ৩১ হাজার ৫’শ টাকা।