গ্রেফতারকৃত সাংবাদিকের মোটরসাইকেল চুরির মামলা ॥ বাদি’র ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ

50

স্টাফ রিপোর্টার :
সিলেটে এনটিভি প্রতিনিধি মারুফ আহমদের মোটরসাইকেল চুরির মামলায় ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।
গতকাল বিকেল সাড়ে ৪টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মামুনুর রশীদ এ জবানবন্দী নেন।
এর আগে সকাল সাড়ে ১১টায় এ মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সোর্স শাহজাহানের ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানি হয়। মুখ্য মহানগর আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো তা না মঞ্জুর করেন। রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম খান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদন করেছিলেন। বিচারক সোমবার শুনানির তারিখ নির্ধারণ করেন।
এ সময় মামলার বাদি মারুফ আহমদ ও তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম খানের বক্তব্য শুনতে শুনানির সময় তাদের হাজির থাকারও নির্দেশ দেন বিচারক।
সোমবার মুখ্য মহানগর আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো মামলার বাদি মারুফ আহমদ ও তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম খানের বক্তব্য শুনেন। পরে তিনি বাদির ১৬৪ ধারায় জবানবন্দি নেয়ার নির্দেশ দেন। তবে আদালতে দেয়া জব্দ তালিকায় কার হেফাজত থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে তা উল্লেখ না করায় তিনি পুলিশের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। বিকেল সাড়ে ৪টায় মারুফ আহমদের জবানবন্দী গ্রহণ করা হয়।