ছাতকে জাতীয় শোক দিবস পালন

3

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ, সাবরেজিস্ট্রার কার্যালয়, দলিল লেখক সমিতি, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, পরিষদের ভাইন চেয়ারম্যান আবু সাদাত মো.লাহিন, মহিলা ভাইন চেয়ারম্যান লিপি বেগম। এর আগে এমপি মুহিবুর রহমান মানিকের নেতৃত্বে দলীয় নেতা- কর্মীদের নিয়ে শহরে এক শোক র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
এদিকে, ছাতক উপজেলা সাবরেজিস্ট্রার দলিল লেখক শাখার উদ্যোগে নিজ কার্যালয়ে সকাল ১১টায় শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, সাবরেজিস্ট্রার আয়েশা সিদ্দিকা, কার্যালয়ের প্রধান সহকারী আব্দুর রহিম, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক রঞ্জন কুমার দাস, অফিস সহকারী গৌরি চক্রবর্তী, রবিন্দ্র কুমার দাস, দলিল লেখক আব্দুল কাইয়ুম, ফয়সল আহমদ, লায়েক মিয়া, শাহিন মিয়া, নাজমুল ইসলাম, লাল দাস, মাধবী রানী দাস, শাহাব উদ্দিন, হিরন মিয়া, কনিকা রানী মন্ডল প্রমুখ। সভা শেষে বিশেষ মোনাজাত করেন দলিল লেখক সোলায়মান আহমদ।