ছাতক থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের ছাতকে লোক চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৮জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গনিপুর গ্রামের লোক চলাচলের একটি রাস্তায় বুধবার সকালে জোরপূর্বক দেয়াল নির্মাণের চেষ্টা চালান স্থানীয় প্রভাবশালী ব্যক্তি জুমান আলী পীর। এতে স্থানীয়রা প্রতিবাদ করলে উত্তেজনার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ ঘটে। এ সময় দুপক্ষের ৮ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন- কাজি মিসবাহ, কাজি দিলদার হোসেন, কাজি শওকতুর রহমান, সাদিকুর রহমান ও কাজি মিজান।
স্থানীয়রা জানান, জুমান আলী পীর বিগত সময়েও ওই রাস্তায় দেয়াল নির্মাণের চেষ্টা চালান। তবে গ্রামবাসী বৈঠকে বসে দেয়াল নির্মাণে তাকে বাধা প্রদান করেন। এ বিষয়ে স্থানীয়রা আইনেরও আশ্রয় নেন। দেয়াল না তুলতে আদালতেরও নির্দেশনা রয়েছে। এরই মাঝে বুধবার জুমান আলী পীর গনিপুর গ্রামের লোক চলাচলের ওই রাস্তায় দেয়াল নির্মাণের চেষ্টা চালালে সংঘর্ষ ঘটে।
খবর পেয়ে ছাতক থানার একদল পুলিশ বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।