স্টাফ রিপোর্টার :
দেশবরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে, সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার মধ্য দিয়ে সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দিনভর সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনে আট শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।
সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক একুশে পদকপ্রাপ্ত ড. সৈয়দ মনজুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীরের সঞ্চালনায় সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম থেকেই ্কটি সুষ্ঠুধারার বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছে। এর উদ্যোক্তা ও ট্রাস্টি বোর্ড কোনো মুনাফার উদ্দেশ্যে নয়, শিক্ষায় অবদান রাখার লক্ষ্য নিয়ে তারা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা ও অগ্রসর করছেন। তাদের এই দৃষ্টিভঙ্গি ও উদ্যোগ খুবই প্রশংসনীয়।’ গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের অনেকগুলো ধাপ পার হয়ে আজকের এ সমাবর্তনে যোগ দেয়ার যোগ্যতা অর্জন করতে হয়েছে। নিজ মেধা, শ্রম ও প্রচেষ্টার মাধ্যমেই আপনারা তা অর্জন করেছেন। যে জ্ঞান আপনারা অর্জন করলেন, তা যেন ছড়িয়ে দিতে পারেন সমাজের কম-আলোকিত মানুষের মাঝে, আপনাদের প্রজ্ঞা ও মেধা যেন সাধারণ মানুষের প্রাণে সাহস জোগায়, কর্মক্ষেত্রে ও সমাজে সূচিত করে ইতিবাচক পরিবর্তন।’
শিক্ষামন্ত্রী নাহিদ আরও বলেন, ‘আমাদের শিক্ষার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। প্রচলতি গতানুগতিক শিক্ষায় তা সম্ভব নয়। বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। তারা আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে এবং ভবিষ্যতে নেতৃত্বে দিতে সক্ষম হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি নিজেদের স্থায়ী ক্যাম্পাসে ৩য় সমাবর্তন আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ। ৪র্থ সমাবর্তনে এই ক্যাম্পাস পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে বলে আমি বিশ্বাস করি।’ তিনি বলেন, ‘বাংলাদেশ শিক্ষার বিস্তারে উন্নয়নশীল দেশের জন্য অনুসরণীয়। এখন প্রয়োজন উচ্চ শিক্ষার মান নিশ্চিত করা। মঞ্জুরী কমিশন সে চেষ্টাই করছে। নিকট ভবিষ্যতে এর সুফল দেখা যাবে।’
সমাবর্তনে সভাপতির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই। সেই সোনার মানুষ, মানবতাবোধসম্পন্ন, ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক জনশক্তি তৈরির মানসেই মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠা। এই অভিষ্ট সামনে রেখে সরকারের নিয়মনীতির নিরিখে আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে এই বিশ্ববিদ্যালয়টিকে মহান মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার এমন একটি গবেষণাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করছি, যেখানে বাংলা, বাঙালি ও বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিই প্রধান বিবেচ্য।’
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম ও অধ্যাপক আব্দুল মান্নানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক প্রদান করা হয়। শিক্ষামন্ত্রীও বিশ্ববিদ্যালয়কে স্মারক প্রদান করেন। সমাবর্তনে বিভিন্ন বিভাগের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত আট শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। এই শিক্ষার্থীরা হলেন- নেওয়াজ আহমেদ চৌধুরী, ফাহমিদা আর্জু মৌ, রায়হানুল আম্বিয়া, জেসি সাহা, মোছাম্মৎ লিবার্টি হাসান, তাসনিম মৌরী, সানজিদা বেগম ও রহিমা তালুকদার। সমাবর্তনে ভ্যালিডিকটোরিয়ান ভাষণ দেন স্বর্ণপদকপ্রাপ্ত সানজিদা বেগম।
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম শামীমুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল কায়সার মালিক, ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, কর্ণেল এস এম বাহা উদ্দিন (কর্ণেল জিএস, ডিজিএফআই), র্যাব-৯ এর সিও লে. কর্ণেল আজাদ, সিলেট ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন এম মাকসুদ আলম, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য চৌধুরী মুফাদ আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহিতুল বারী রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, পার্কভিউ হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. এম এ হাই উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।