শহীদ নূর হোসেন ব্লক : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় জড়িত সকলের গ্রেফতার ও বিচারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শহীদ নূর হোসেন ব্লক। শনিবার (২০ মার্চ) বিকাল ৪টায় বিক্ষোভ মিছিলটি নগরীর চৌহাট্টা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার পয়েন্টে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সভায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত তরফদার, ওসমানী নগর উপজেলা আওয়ামীলীগ এর ধর্ম সম্পাদক কয়েছ আহমেদ, মহানগর শ্রমিকলীগ এর সহ সভাপতি সাবেক ছাত্রনেতা মুশারফ হোসেন জাকির, সাবেক কেন্দ্রীয় সদস্য শামসুল ইসলাম মিলন, সালেহ আহমেদ লিমন, দুলাল রাজ, রেজাউল হাসান টিটু, জিয়াউল হক জিয়া, আশরাফ সিদ্দিকি, এহিয়া আহমেদ সুমন, সয়েফ উদ্দিন সাবের, ফয়ছল আহমেদ, সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান, ইমদাদুল হক জাহেদ, ফুজায়েল আহমেদ জনি, মামুন আহমেদ, শফায়েত খান, জুবায়ের আহমেদ, জাহাঙ্গির আহমেদ, আব্দুল হালিম চৌধুরী জেনিত, তপন বর্মণ, সুমন তালুকদার প্রমুখ।
আমরা মুক্তিযোদ্ধা সন্তান : সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও হিন্দুপল্লীতে হামলা ও লুটপাটে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) সিলেট জেলা ও মহানগর কমিটি।
শনিবার (২০ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৪টায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন হামলাকারীদের সম্পত্তি ক্রোক করে ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর পুন:নির্মাণের দাবি জানায় এরই সাথে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়।
আবদুল আহাদ বাবর এর সভাপতিত্বে ও সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন বাপ্পীর পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির সভাপতি মো. আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা দীন ইসলাম, সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুক মিয়া আশিক, সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন, জেলা শ্রমিক নেতা শাহ আলম সুরুক, মাহবুবুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমুসের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী লিমন, সাইফুদ্দিন সাবিল, মুস্তাক আহমেদ, হাবিবুর রহমান, আশিকুর রহমান, মুহিবুর রহমান, জাহাঙ্গীর আলম মুছা, অসিম সরকার, সিপন মাহমুদ চৌধুরী, আবদুল মুমিত, নুরুল আমিন, কামরাজ হোসেন, শ্রমিকলীগ নেতা, এস জি কে সুমন, মাহমুদুল হক, সুজন মিয়া, শামীম আহমদ, রমজান আলী, তারেক হোসাইন, জামাল আহমদ সাইফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান নিরু প্রমুখ।
সিলেট জেলা ওয়ার্কার্স পার্টি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) বিকাল ৫ টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকান্দার আলীর সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রাণী সেন সম্পার সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্টির সিলেট জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দীনবন্ধু পাল, জেলা যুব মৈত্রী সভাপতি আব্দুল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, সাংগঠনিক সম্পাদক স্বপন দাস, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, স্কুল বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, অন্যান্যের মধ্যে ছিলেন মুহিতূস চৌধুরী প্রসাদ, আকলিমা বেগম, রুহুল আমিন, জামাল আহমেদ, সেলিম আহমেদ, মিলন উরাং, অরুণ উরাং প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এদেশের প্রায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীরা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের উপর হামলা করে আসছে, এটি কোন নৃত্য নতুন ঘটনা নয়। তারই রুপ রেখা সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলা। যা ইতোমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আগের দিন রাত থেকে সুপরিকল্পিত ভাবে পরের দিন সকালে হিন্দু সম্প্রদায়ের উপর নির্বিচারে হামলা চালায়। এই হামলায় হেফাজতের নেতারা ও যুব লীগের নেতারা যে বর্বরতা হামলা করছে এতে স্পষ্ট প্রমাণিত যে বঙ্গবন্ধুর জন্মদিনে সাম্প্রদায়িক দাঙ্গা পুরস্কার দিচ্ছে। এর আগে নাসিননগরের একই ভাবে পরিকল্পিত হামলা হয়, যার বিচার এখনো হয়নি। দেশে একের পর পর হামলা মামলা, খুন, গুম, ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনা ঘটে আসছে অথচ বিচারহীনতা যে অপসংস্কৃতি দেশে প্রচলিত হচ্ছে এতে করে এ দেশের উগ্রবাদীরা তাদের অন্যায় আস্ফালন পাচ্ছে, যার ফলে দেশে বার বার হামলা মামলা ঘটেই চলছে। কাজেই ওয়ার্কার্স পার্টি মনে করে শাল্লারর হামলা কারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু নিরপেক্ষ বিচারের মাধ্যমে আনা। যাতে এ দেশে বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন উগ্র মৌলবাদী মাথাচাড়া দিয়ে না উঠে।
হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখা : সুনামগঞ্জ শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে মুজিব জন্মশত বার্ষিকীর দিনে সাম্প্রাদায়িক গোষ্ঠি, দুর্বৃত্ত হিন্দুদের বাড়ীঘর ও মন্দিরে নগ্ন হামলা ও লুটপাটের প্রতিবাদে ২০ মার্চ (শনিবার) সকাল ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক কৃপেন পাল ও মহানগরের সাধারণ সম্পাক প্রদীপ কুমার দেবের পরিচালনায় বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানরগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব, ঐক্য পরিষদ সিলেট মহানগরের সহ- সভাপতি ডিকন নিকুম সাংমা, পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর কমিটির সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, পূজা পরিষদের সিনিয়র সদস্য তপন মিত্র, দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি মন মোহন দেব নাথ, ঐক্য পরিষদ কোতয়ালী থানার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, মোগলা বাজার থানার সভাপতি রাজ কুমার পাল রাজু, ঐক্য পরিষদ জালালাবাদ থানার সদস্য সচিব বাবুল দেব, এয়ারপোর্ট থানার সদস্য সচিব জি. ডি. রুমু, দক্ষিণ সুরমা থানার সাধারণ সম্পাদক অর্পন দাস, ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি ধনঞ্জয় দাস ধনু, জেলা পূজা পরিষদের নেতা উজ্জল রঞ্জন চন্দ, ছাত্র ঐক্য পরিষদ নেতা প্রান্ত নিকিল পাল, এডভোকেট শংকর দে, সাবেক সাংগঠনিক সম্পাদক শৈলেন কর, ডা. মালা রাণী দে, ঐক্য পরিষদ নেতা এডভোকেট অনুয রায় বাদল প্রমুখ।
সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ : শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও জড়িত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে দাবিতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মার্চ) দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বদর উদ্দিন আহমদ কামরান চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, জেলার সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে, সহ-সভাপতি সতিশ দেবনাথ ঝন্টু, শাহনেওয়াজ, সুপ্রিয় চৌধুরী রাজ, এড. মো. আলা উদ্দিন, এড. এম. আর খান মুন্না, জাহসিন আহমদ রাজু, মহানগর সহ-সভাপতি মুজিবুর রহমান মালদার, এম.এ সামাদ, জাহাঙ্গীর আলম, এম. এ রশিদ, ধনঞ্জয় দাস ধনু, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান, সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ বদরুল, মুমিনুর রশিদ সুজন, সহ জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলার সহ জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক আকবর হোসেন লাভলু, সহ-কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, সহ-শিল্প ও বাণিজ্য সম্পাদক ওলিউর রহমান ওলি, সহ সমাজ কল্যাণ সম্পাদক জাবেদ, ধর্ম সম্পাদক নাজমুল ইসলাম, সহ ধর্ম সম্পাদক শহিদুল হক রিংকু, মহানগরের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. আবুল কালাম, প্রচার সম্পাদক রাজেশ দাস রাজু, সহ যুব ও ক্রীড়া সম্পাদক কবির আলম, কৃষি বিষয়ক সম্পাদক পারভেজ আহমদ, সহ কৃষি বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ তালুকদার, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ, সহ ধর্ম সম্পাদক ঝুটন পাল, জেলার সদস্য মুজিবুর রহমান মুজিব, প্রভাষক বদরুল আলম, আতিকুর রহমান সাজ্জাদ, আশরাফুল হাসান কামরান, মোস্তফা উল্লাহ, আব্দুর রকিব, তাজুল ইসলাম লস্কর জুনেল, এস. জামান জুনেদ, ফুয়াদ আলী কয়েছ, মহানগরের সদস্য শাহরিয়ার হোসেন, আল সাদিক দুলাল, চয়ন দাস, শাহেদ আহমদ, বাবুল হোসেন, ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা সিদ্দিকুর রহমান, ফুয়াদ বকশী, লায়েছ আহমদ, অপু দাশ, ২৪নং ওয়ার্ডের আব্দুল বাতেন, হানিফ আহমদ, নিয়াজ খান, রিপন আহমদ, রায়েছ আহমদ, ১৬নং ওয়ার্ডের মারওয়ান আহমদ, মুরাদ আহমদ, বরুণ বৈদ্য, শিলু আহমদ, ১০নং ওয়ার্ডের রাজিব আহমদ, শুয়েব আহমদ, মারওয়ান আহমদ, ৯নং ওয়ার্ডের বিপ্লব দেব প্রমুখ।
শ্রীহট্ট পুরোহিত মন্ডলী : সুনামগঞ্জ শাল্লা উপজেলার নওগাঁও গ্রামের সংখ্যালঘু নির্যাতন, বাড়ী-ঘর ভাংচুর ও মন্দির ভাঙ্গা সহ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শ্রীহট্ট পুরোহিত মন্ডলী সিলেটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মার্চ) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান।
দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা সন্তোষ কান্তি ভট্টাচার্য্য, সহ-সভাপতি পৃথিস চক্রবর্তী, সহ-সভাপতি এডভোকেট রনজিৎ ভট্টাচার্য্য, যুগ্ম-সম্পাদক মনোজ কান্তি ভট্টাচার্য্য (মান্না), সহ-সম্পাদক সত্যজিত চক্রবর্তী সজিব, সম্রাট চক্রবর্তী তুর্য্য, উজ্জল চক্রবর্তী সাবলু পাঠক, তথ্য সম্পাদক কনক শর্মা, শিলু, বিনায়ক চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রিংকু ভট্টাচার্য্য, আইন সম্পাদক রজত চক্রবর্তী, সদস্য সন্দীপ চক্রবর্তী, চঞ্চল, রনি চক্রবর্তী, সুমন চক্রবর্তী, তুষার, শিবু প্রমুখ।
সুনামগঞ্জ থেকে সংবাদদাতা জানিয়েছেন : শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলার রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটি।
শনিবার দুপটুরে শহরে আলফাত স্কয়ারে জেলা সুজনের সভাপতি এডভোকেট হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমরানুল হক চৌধুরী, জেলা সুজনের সহসভাপতি শাহিনা চৌধুরী রুবি, নির্বাহী সদস্য মাইদুল খান, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের আইস বিষয়ক সম্পাদক এডভোকেট হেলেনা আক্তার, দফতর সম্পাদক শহীদ নুর আহমেদ, প্রচার সম্পাদক আমিনুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা সুজনের সভাপতি ফারুক রশিদ, যুগ্ম সম্পাদক আরাফাত আজিজ সজিব, প্রভাষক দুলাল মিয়া ও সুজন কেন্দ্রীয় প্রতিনিধি একে কুদরত পাশা।
বক্তারা বলেন, হামলার প্রধান আসামী গ্রেফতার হয়েছে। এখন প্রশাসনকে খোঁজে বের করতে হবে হামলার আসল রহস্য। মামুনুল হকের বক্তব্যে যারা উজ্জীবিত হয়ে ঝুমন দাস আপনের স্ট্যাটাসের প্রতিবাদ স্বরূপ নোয়াগাঁও গ্রামে হামলা করেছেন তাদের দৃষ্টন্তমূলক শাস্তি দিতে হবে সাথে সাথে ঝুমন দাস আপনের ও শাস্তি নিশ্চিত করতে হবে। ঝুমন দাস এবং স্বাধীন মেম্বার একই দোষে দোষী। এদের শাস্তি হলে সম্প্রীতি তাড়াতাড়ি ফিরে আসবে।
তারা আরো বলেন, অনেক গ্রাম পুরুষ শূন্য রয়েছে। পুলিশ প্রশাসনেক আসল দোষীদের চিহ্নিত করে নির্দোষ মানুষকে হয়রানি না করার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
কমলগঞ্জ থেকে সংবাদদাতা জানিয়েছেন : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাংচুর, মন্দির ভাংচুর, লুটপাত ও নারী নির্যাতনের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা, পৌর ও ইউনিয়ন শাখা,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের উপজেলা শাখা, পৌর শাখা, ইউনিয়ন শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ মার্চ) সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া মার্কেটের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা, পৌর ও ইউনিয়ন শাখা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের উপজেলা শাখা, পৌর শাখা, ইউনিয়ন শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
এই মানববন্ধনে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, যুগ্ন সাধারণ সম্পাদক এনাম চৌধুরী মামুন, শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক সমিতির সভাপতি আ,স,ম এবাদুর রহমানসহ একাত্বতা প্রকাশ করেন বিএমএ ও ফারিয়া।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. হরিপদ রায় বলেন,শাল্লায় মানবতা লঙ্ঘিত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তিনি বলেন, সকল ধর্মই শান্তি চায়। কিন্তু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার জন্য এসব করছে। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল জগন্নাথ দেবের আখড়া কমিটির সভাপতি অজয় দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক দ্বীজেন্দ্র লাল রায়, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার জয়শ্রী চৌধুরী, শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ছোটন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সমীরন সরকার, সদস্য ডমনিক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, যুগ্ম সম্পাদক জগৎজ্যোতি ধর, এনাম হোসেন চৌধুরী মামুন, ভূনবীর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক দেব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য, কালাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল দেব, সদর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন বিশ্বাস, সাতগাঁত্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীতারাম অলমিক ও সাতগাঁত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত প্রমুখ।