জোড়া সেঞ্চুরিতে ব্যাঙ্গালুরুকে উড়িয়ে দিল হায়দরাবাদ

56

স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রবিবার দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ১১৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। জনি বেয়ারস্টো (৫৬ বলে ১১৪) ও ডেভিড ওয়ার্নারের (৫৫ বলে ১০০*) জোড়া সেঞ্চুরির সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৩১ রানের বিশাল স্কোর গড়ে হায়দরাবাদ। জবাবে মোহাম্মদ নবীর (৪-০-১১-৪) ঘূর্ণিতে বেসামাল ব্যাঙ্গালুরু ১ বল আগেই ১১৩ রানে গুটিয়ে যায়। অধিনায়ক বিরাট কোহলি আউট হন ৩ রান করে। এবি ডি ভিলিয়ার্স ১। প্রতিপক্ষ বোলারদের ওপর দিয়ে স্টিম রোলার চালানো বেয়ারস্টো-ওয়ার্নার মিলে এদিন ১৮৫ রান যোগ করেন, আইপিএলে যা ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। আর টুর্নামেন্টটির ইতিহাসে ইনিংসে জোড়া সেঞ্চুরির মাত্র দ্বিতীয় ঘটনা এটি। এই ম্যাচেও হায়দরাবাদ একাদশে জায়গা হয়নি বাংলাদেশী অলরান্ডার সাকিব আল হাসানের।
আইপিএলে এর আগে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি হয়েছিল ২০১৬ সালে, গুজরাটের বিপক্ষে করেছিলে ব্যাঙ্গালুরু ব্যাটসম্যান কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। ২৩১/২- এটাই হায়দরাবাদের নিজেদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। দলটির আগের সর্বোচ্চ ছিল দুই বছর আগে কলকাতার বিপক্ষে ২০৯। এছাড়া রেকর্ড উদ্বোধনী জুটিও হয়েছে এদিন। ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে গুজরাট লায়ন্সের বিপক্ষে ১৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন গৌতম গাম্ভীর ও ক্রিস লিন। ১৮৫ রানের পথে তাদের পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন বেয়ারস্টো-ওয়ার্নার। প্রথম পাওয়ার প্লে’র ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫৯ রান করেন দু’জনে। তারপরও থামেনি ঝড়। ২৮ বলে ৫০ করেন বেয়ারস্টো, তারচেয়ে চারটি বল বেশি খেলে হাফ সেঞ্চুরি করেন ওয়ার্নার। ১২ চার ও ৫ ছয়ে ৫২ বলে নিজের প্রথম আইপিএল সেঞ্চুরি করেন বেয়ারস্টো। ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আরও চার বল খেলে দুটি ছক্কা মেরে তবেই থামেন। শেষ পর্যন্ত ৫৬ বলে ৭ ছক্কায় ব্যক্তিগত ১১৪ রানে যুবেন্দ্র চাহালের শিকারে পরিণত হন তিনি।
আর ইনিংসের মাত্র দুই বল বাকি থাকতে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন ফর্মের তুঙ্গে থাকা ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওপেনারের ৫৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংসটি সমান ৫টি করে চার ও ছক্কা দিয়ে সাজানো। আইপিএলের চলতি আসরে প্রথম সেঞ্চুরি করেছিলেন রাজস্থান রয়্যালসের উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। এরপর শনিবার ৯৯ রান করে আউট হন পৃথ্বী শ’। আর রবিবার এসে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি করলেন বেয়ারস্টো এবং ওয়ার্নার। সর্বোপরি ক্লাব টি২০’র ইতিহাসে এক ইনিংসে দুই সেঞ্চুরির চতুর্থ ঘটনা এটি। বিপিএলের সর্বশেষ আসরে এক ইনিংসে রাইলি রুশো এবং এ্যালেক্স হেলস সেঞ্চুরি করেন। ২০১১ সালে মিডলসেক্সের হয়ে কেভিন ও’ব্রেইন এবং হামিশ মার্শাল করেন সেঞ্চুরি।