জেড. এম. শামসুল :
অগ্নি ঝরা ১৯ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে তৃতীয় দিনের মত মুজিব-ইয়াহইয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, খন্দকার মোস্তাক ও ড: কামাল হোসেন আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহায়তা করেন। অন্যদিকে ইয়াহইয়ার উপদেষ্টা ছিলেন বিচারপতি এআর কর্নেলিয়াছ, জেনারেল পীরজাদা ও জেনারেল কর্ণেল হাসান।
বঙ্গবন্ধু-ইয়াহইয়ার আলোচনার পর ২ ঘণ্টাব্যাপী উভয় পক্ষের উপদেষ্টাদের বৈঠক চলে। এদিকে এই দিন জয়দেবপুরে জনতা-সেনাবাহিনী সংঘর্ষ হয়।
এতে ৩ জন নিহত ও অসংখ্য লোক আহত হয়। এদিন বঙ্গবন্ধু বলেন, ওরা ভেবেছে এভাবে হত্যা করে বাঙালিকে স্তব্ধ করা যাবে। তাই যদি ভাবে তাহলে ওরা বোকার স্বর্গে বাস করছে। আমি শহীদদের রক্তের সঙ্গে বেঈমানী করতে পারবো না। এ সংঘর্ষের পর বাঙালি জাতি আরো গর্জে উঠে। সভা-সমাবেশ ও র্যালী অব্যাহত রাখে।