স্টাফ রিপোর্টার :
সিলেটে লন্ডন ফেরত আরো ১৬৩ যাত্রীকে কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ১৫৮জনকে প্রাতিষ্ঠানিক ও ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় সিলেট নগরীর ৯টি হোটেলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়।
এর আগে, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমান (ইএ-২০২) যোগে লন্ডন থেকে ১৬৩ জন যাত্রী সিলেট বিমানবন্দরে অবতরণ করে। পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে সকল যাত্রীকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য বিআরটিসি বাসযোগে বিমানবন্দর থেকে সিলেট নগরীর ৯টি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে প্রেরণ করা হয়।
এর মধ্যে, হোটেল ব্রিটেনিয়ায় ৩৮ জন, হোটেল অনুরাগে ২৬ জন, হোটেল নূরজাহানে ৮ জন, হোটেল হলিগেটে ৩৩ জন, হোটেল হলি সাইডে ৬ জন, হোটেল স্টার প্যাসিফিকে ১২জন, হোটেল লা রোজে ১৫ জন, হোটেল লা ভিস্তায় ১০ জন, হোটেল রেইন বো গেষ্ট হাউজে ১০জনকে প্রেরণ করা হয়। এছাড়াও, ৫জন যাত্রীকে হোম কোয়ারান্টাইনে প্রেরণ করা হয়েছে।