সততা-যোগ্যতার শক্তি দিয়ে অপসাংবাদিকতাকে রুখতে হবে – প্রেসক্লাব সভাপতি

10
গণমাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সিফডিয়া আয়োজিত সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে অতিথিদের সাথে প্রশিক্ষণার্থীরা।

প্রায় অর্ধশত তরুণের অংশগ্রহণের মধ্য দিয়ে গণমাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস-মিডিয়া (সিফডিয়া) আয়োজিত দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী বলেছেন, সততা-যোগ্যতার শক্তি দিয়ে অপসাংবাদিকতাকে রুখতে হবে। একই সাথে সাংবাদিকতাকে একটি পেশা হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হলে এই সেক্টরে নানা বিশৃঙ্খলা বিরাজ করবে। তথ্য প্রযু্িক্তর অপব্যবহার করে মানুষকে সাময়িকভাবে প্রতারণা করা হলেও স্থায়ীভাবে প্রতারণা করা সম্ভব নয়।
সিফডিয়ার উপদেষ্টা মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার সভাপতিত্বে শনিবার সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সনদ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক প্রথম আলো সিলেট অফিস প্রধান উজ্জ্বল মেহেদী, দৈনিক সিলেটের ডাক-এর সাবেক বার্তা সম্পাদক সেলিম আউয়াল, ওয়ালি হাউজিং-এর প্রপাইটর ফাতেহ আহমদ চৌধুরী বক্তব্য রাখেন। সিফডিয়া’র নির্বাহী পরিচালক রোটারিয়ান আবদুল মুহিত দিদারের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. সাইফুল ইসলাম, আমির উদ্দিন, আব্দুল্লাহ আল মানিক। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক সিলেটের ডাক-এর নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক, দৈনিক প্রথম আলোর সিলেট অফিস প্রধান উজ্জ্বল মেহেদী, সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিন এডভোকেট, দৈনিক মানব জমিনের কূটনৈতিক রিপোর্টার মিযানুর রহমান, চ্যানেল এস-ইউকে’র সিলেট অফিস প্রধান মঈন উদ্দিন মনজু। বিজ্ঞপ্তি