কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নে বিট পুলিশিং সভা

18

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় স্থানীয় সুরইঘাট বাজারে আয়োজিত বিট পুলিশিং সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুধিজন, বিট পুলিশিং কমিটির সদস্য সহ সর্বস্তরের জনসাধারনের উপস্থিতিতে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম। লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদুল হক, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা থানার এসআই এস এম মাইনুল ইসলাম, এএসআই পরিমল চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, এম বোরহান উদ্দিন, ইউপি আওয়ামীলীগের সভাপতি তোতা মিয়া, সাধারণ সম্পাদক ইউপি সদস্য আলিম উদ্দিন সহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম বলেন, সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধ, আইন-শৃংখলার উন্নয়ন ও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। তিনি লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নে সব ধরনের মাদক দ্রব্য নির্মূল, জুয়া সহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ সহ অপরাধ মূলক কর্মকান্ড দমন এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।