সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর পতœীর ইন্তেকাল, জানাযা কাল

88

সিলেটের কৃতি সন্তান সাবেক স্পীকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর সহধর্মিনী মিসেস মাহজাবীন রশীদ চৌধুরী গতকাল ২০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর পৌণে ৫টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ২ নাতি, ১ নাতনি আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার ১ম নামাজে জানায আগামীকাল ২২ ডিসেম্বর বাদ জোহর ঢাকাস্থ ধানমন্ডি’র তাকওয়া জামে মসজিদ প্রাঙ্গণে এবং একই দিন বাদ এশা সিলেট হযরত শাহজালাল (রহ.)’র দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এদিকে জাতীয় সংসদের সাবেক স্পিকার, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।
জাতিসংঘস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক রাষ্ট্রদূত ড. মোমেন বলেন, মেহজাবিন চৌধুরী সাবেক কূটনীতিবিদ ও জাতীয় সংসদের স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর সহধর্মিনী হিসেবে দেশের উন্নয়ন ও কল্যাণে বিশেষ অবদান রেখেছেন। বিশেষ করে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর তাঁর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার পাশে দাঁড়িয়েছিলেন। বিদেশে কূটনৈতিক মিশনে সরকারি দায়িত্ব পালন করা সত্ত্বেও এই পরিবার যে সহযোগিতা করেছে তার জন্য বাঙালি জাতি এই পরিবারের কাছে ঋণী থাকবে।
তিনি মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান যান মেহজাবিন চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বিজ্ঞপ্তি