মেয়রের সাথে মাদরাসার শিক্ষার্থীদের বৈঠক, টয়লেট নির্মাণ বন্ধের আশ্বাস

26

সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীট সিলেট সরকারি আলিয়া মাদরাসার দেয়াল ভেঙে পাবলিক টয়লেট নির্মাণ বন্ধের দাবিতে ১নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিকুল হাদীর মধ্যস্থতায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সাথে গত ২০ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নগর ভবনে আলিয়া মাদরাসার প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের সাথে ঘন্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেয়র উক্ত স্থানে পাবলিক টয়লেট নির্মাণ হবে না বলে আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় কালে মেয়র বলেন, সিলেট সরকারি আলিয়া মাদরাসা একটি প্রাচীন ও স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। মাদরাসার দেয়াল ভেঙ্গে পাবলিক টয়লেট নির্মাণ এখন বন্ধ আছে। ধর্মীয় শিক্ষার শত বছরের পুরনো এই প্রতিষ্ঠানে পাবলিক টয়লেট নির্মাণ করা হবে না। বিজ্ঞপ্তি