কাজিরবাজার ডেস্ক :
আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে যাত্রী পরিবহনের বিধি নিষেধ পরিবর্তন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (৯ মার্চ) বেবিচক সূত্রে এ তথ্য জানা গেছে।
আগে করোনার কারণে শর্ত অনুসারে বড় উড়োজাহাজে সর্বোচ্চ ২৬০ জন এবং ছোট উড়োজাহাজে সর্বোচ্চ ১৪০ জন পর্যন্ত যাত্রী পরিবহনের বিধান ছিল। তবে এখন এয়ারলাইন্সগুলো বড় উড়োজাহাজে ৩০০ জন যাত্রী বহন করতে পারবে। আর ছোট উড়োজাহাজের জন্য কোনও বিধি নিষেধ নেই। ফলে ছোট উড়োজাহাজের সব আসনেই যাত্রী বহন করা যাবে। চলতি সপ্তাহ থেকে এ নিয়ম কার্যকর হয়েছে।
এরআগে বছরের ৪ অক্টোবর সৌদি আরবগামী ফ্লাইটের ক্ষেত্রে স্বাস্থ্য বিধি শিথিল করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে অপেক্ষমান প্রবাসীদের সংকট নিরসণে তখন বেবিচক প্রতিটি ফ্লাইটে যাত্রী বহনের আরোপিত শর্ত শিথিল করেছিল।