দিরাইয়ে জলমহাল নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

7

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
দিরাই উপজেলার মেঘনা বারঘর জলমহালকে কেন্দ্র করে ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আওয়ামী লীগ নেতা শাহ আলম দীপ ও আমেরিকা প্রবাসী কাালিফোনিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ কাজলনুর মিয়ার লোকদের মধ্যে সংঘর্ষে রুহেদ মিয়া নামে একজন নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ভাটিপাড়ার ইউনিয়নের চক্করের মাঠে প্রদ্বীপ রায় নিয়ন্ত্রণ শাহালম দ্বীপ ও কাজলনূরের গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই রুহেদ মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সংঘর্ষে জসিম (২৮), ফয়জুল (৪২), অন্তর (২০) সুজাহান (২২), আরমান (২৫), ফায়িন (৩০), মিলন (২০) ওয়াহিন নূর (২৬), মোছা: মরি বেগম, মেহেরাজ, সানোয়ার, নেকবর, আনোয়ার সহ ৫০ জন আহত হয়েছে।
জানা যায়, দীর্ঘ ১২ বছর যাবত কাজলনুর মিয়ার মালিকানাধীন জমিতে দেশীয় ছোট মাছ মারার জন্য বাধ দিয়ে মাছ মারছেন। কোনদিন কেউ নিষেধ বাধা না দিলেও হঠাৎ করে মেঘনা বারঘর বিলের শাহ আলম দীপের পেক্ষের লোকেরা উক্ত জমিতে মাছ ধরার উপর নিষেধ দিচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে।