নগরীতে সোয়া ২ ঘন্টার অভিযানে ৩২ মাদকসেবীর কারাদন্ড, জেলে প্রেরণ

30

স্টাফ রিপোর্টার :
নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩২ মাদকসেবীদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত শনিবার রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত টানা সোয়া দুইঘন্টা অভিযান চালিয়েছে র‌্যাব। এতে এসএমপির বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। তাদেরকে গতকাল রবিবার সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-১, স্পেশাল এবং সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের তিনটি বিশেষ আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী, এসএসপি নাহিদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছে- সুনামগঞ্জের নোটারা গ্রামের জুরাত উল্লাহ’র পুত্র সাবুর হিম (২০) ১৫ দিনের সাজা, একই জেলার ধর্মপাশা থানার ফাদগর গ্রামের ওসমান গণীর পুত্র রাতুল মিয়া (২৫) ২০ দিনের সাজা, মোগলাবাজার থানার ফখরুল উদ্দিনের পুত্র হাবিবুর রহমান (২৩) ১৫ দিনের সাজা, চট্টগ্রাম সদর থানার আদেশী এস গ্রামের তৈয়ব আলীর পুত্র মো: আবুল হোসেনকে ১ মাসের সাজা, ময়মনসিংহ সদর থানার নতুন বাজার শাহেব আলী রোডের আব্দুল কুদ্দুসের পুত্র মো: রাসেল (২৬) ১৫ দিনের সাজা, জামালপুর জেলার সাদারগঞ্জ থানার বরড়ইকান্দি গ্রামের আব্দুস ছালামের পুত্র মো: বদি হোসেন (২৪) ২০ দিনের সাজা, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার নোয়াপাড়ার নাসির উদ্দিনের পুত্র রহিম উদ্দিন (২০) ২০ দিনের সাজা, একই জেলার বর্ণগাঁও গ্রামের এলকার মিয়ার পুত্র সাজ্জাদ নূর (১৮) ১৫ দিনের সাজা, হবিগঞ্জ সদর থানার উম্মদপুর গ্রামের নূর মিয়ার পুত্র মো: বাবুল মিয়া (৩০) ১ মাসের সাজা, বিশ্বনাথ থানার আব্দুল সামাদের পুত্র সেবুল মিয়া (২২) ১৫ দিনের সাজা, নগরীর দক্ষিণ সুরমা শিববাড়ীর দিলীপ পালের পুত্র গোপাল পাল (৩০) ২০দিনের সাজা, সুনামগঞ্জের দিরাই থানার ধলাগ্রামের সমেস উদ্দিনের পুত্র মো: সেন্টু মিয়া (২০) ৪০ দিনের সাজা, কুমিল্লা জেলার দ্বেবীদার থানার বারুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র আব্দুল লতিব (৫২) ৪০দিনের সাজা, বাগেরহাটের মোগলগঞ্জ গ্রামের মো: আবুল কালাম আজাদের পুত্র মো: জুয়েল (১৯) ২ মাসের সাজা, কুমিল্লা জেলার লাকসাম থানার বিবিল্লাশহরের মো: আলমগর হোসেনের পুত্র মো: সালাহ উদ্দিন (২০) ১৫দিনের সাজা, দক্ষিণ সুরমা কুচাই গ্রামের মৃত জমসেদ আলীর পুত্র মো: দুলাল আহমদ (৪৫) ২৮দিনের সাজা, জকিগঞ্জ থানার বিরবাড়ীর হারিছ আলীর পুত্র কবির আহমদ (২৭) ৪০দিনের সাজা, গোলাপগঞ্জ থানার বরাই উত্তরপাড়া গ্রামের গফুর মিয়ার পুত্র উনু মিয়া (৩০) ২৪ দিনের সাজা, বিয়ানীবাজার থানার চারখাই গ্রামের মজনু মিয়ার পুত্র মো: আলী হোসেন (৩৫) ২০দিনের সাজা, সুনামগঞ্জের দিরাই থানার বিরাইবাজার গ্রামের দেবেন্দ্র পালের পুত্র স্বপন পাল (৩৫) ১৫দিনের সাজা, দক্ষিণ সুরমা থানার সিলাম টিলাপাড়ার পুতুল মিয়ার পুত্র রনি আহমদ (২৫) ১৫দিনের সাজা, সুনামগঞ্জ জগন্নাথপুর থানার ঘোষগাও গ্রামের খসরু মিয়ার পুত্র আম্বর আলী (৪০) ১৫ দিনের সাজা, নগরীর শেখঘাট শুভেচ্ছা ২৬৩ নং বাসার মো: হান্নান ভূঁইয়ার পুত্র মো: হুমায়ুন কবির ভূঁইয়া (৪৮) ৩ মাসের সাজা, মৌলভীবাজার সদর থানার পশ্চিম বরাক গ্রামের মো: ইজাজ মিয়ার পুত্র মো: শামীম আহমদ (৩৬) ১মাসের সাজা, গোলাগঞ্জ থানার বাঘা গ্রামের মৃত আব্দুল সামাদের পুত্র নুরুল ইসলাম (৩২) ১ মাসের সাজা, দক্ষিণ সুরমা বরইকান্দি গ্রামের ছইল মিয়ার পুত্র মো: আখতার হোসেন (৫০) ১৫দিনের সাজা, একই থানার চর মোহাম্মদপুর গ্রামের মো: তেরা মিয়ার পুত্র মো: সেলিম মিয়া (৩০) ১৫দিনের সাজা, লক্ষীপুর সদর থানার শ্যামগঞ্জ গ্রামের মো: আমির হোসেনের পুত্র মো: সুহেল রানা (৩২) ১৫দিনের সাজা, গোলাপগঞ্জ থানার তাজপুর গ্রামের দিপেন্দ্র চক্রবর্তীর পুত্র রাজন চক্রবর্তী (২৫) ১৫দিনের সাজা, দক্ষিণ সুরমা বলদী গ্রামের মৃত নিম্বর আলীর পুত্র জব্বার আলী (৫০) ১৫দিনের সাজা, গোলাপগঞ্জ থানার বাঘা গ্রামের সুরুজ আলীর পুত্র বিলাল আহমদ (৩৯) ১মাসের সাজা এবং শাহপরান থানার খাদিমনগর চা বাগানের মৃত কুল্টুর পুত্র মিরা (৪৫) ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন।
এ সময় তাদের কাছ থেকে ৬শ’ ২০ গ্রাম গাঁজা, ৮ লিটার দেশীয় তৈরী মদ, ১৭ টি মোবাইল ফোন, ১৭ টি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত। অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখা ও সেবন করার অপরাধে প্রত্যেককে সেবনকারীকে উল্লিখিত সাজা প্রদান করেন র‌্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত। উদ্ধারকৃত মাদক দ্রব্য ধ্বংস পূর্বক গ্রেফতারকৃত দন্ডিত মাদক সেবীদের সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।