স্টাফ রিপোর্টার :
ভারতের আইপিএল-এ অংশগ্রহণকারী দলগুলোর খেলা নিয়ে এতদিন সিলেটে জুয়া খেলা হলেও এবার পাকিস্তানের সুপার লীগের ম্যাচগুলো নিয়ে বসে বড় বড় জুয়ার আসর। এমন আসর থেকে ১৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, রবিবার রাতে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার আমিন মিয়ার কলোনির থেকে নেক্সার মিয়ার দোকানে টেলিভিশনে চলা পাকিস্তান সুপার লিগের করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স-এর টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ ঘিরে জুয়া খেলায় মত্ত ছিলেন ১৫ জুয়াড়ি। খবর পেয়ে রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছে, মোমিনখলা আলা উদ্দিন মিয়ার কলোনীর মৃত কালা মিয়ার পুত্র রুবেল আহমদ (২৬), চাঁদপুর সদর থানার পশ্চিমাদী গ্রামের মৃত শাহজাহান শেখের পুত্র বর্তমানে মোমিনখলা আমিন মিয়ার কলোনীর বাসিন্দা সোহাগ শেখ (৩৯), বালাগঞ্জ থানার গহরপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র বর্তমানে কদমতলী ইকবাল মিয়ার কলোনীর বাসিন্দা মো. আলমঙ্গীর (৩৫), ফেঞ্চুগঞ্জ থানার চানপুর গ্রামের লতিফ মিয়ার পুত্র বর্তমানে সে মোমিনখলা সুমন মিয়ার কলোনীর বাসিন্দা রফিক আহমদ (২৭), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার হুসেনপুর গ্রামের আব্দুল ছামাদের পুত্র বর্তমানে দক্ষিণ সুরমা গালিমপুর পেশকারের বাড়ীর বাসিন্দা মো. আবুল হাসান (২৪), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার দক্ষিণ কুল গ্রামের মৃত মো: ফজলু মিয়ার পুত্র বর্তমানে মোমিনখলা মাষ্টার বাড়ির বাসিন্দা মো. ইমাম হোসেন (২০), মোগলাবাজার থানার শিববাড়ী পৈত্যপাড়ার মৃত ব্রজেন্দ্র মালাকারের পুত্র বর্তমানে মোমিনখলা শাহেদ মিয়ার ভাড়াটে বাসার বাসিন্দা রিপন মালাকার (২৯), কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানার মুর্শিদজাম গ্রামের দুলালা মিয়ার পুত্র বর্তমানে মোমিনখলা আশিক মিয়ার ভাড়াটে জামাল মিয়া (৩০), চাঁদপুর সদর থানার আমান উল্লাপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র বর্তমানে মোমিনখলা আশিক মিয়ার ভাড়াটে কবির আহমদ (৩০), একই এলাকা বাসিন্দা মৃত মজম্মিল মিয়ার পুত্র জগলু আহমদ জুয়েল (৩২), মোমিনখলা মসজিদের পিছনের বাড়ীর নুর হোসেনের পুত্র রুবেল আহমদ (২৪), ময়মনসিংহ জেলা ইশ্বরগঞ্জ থানার রসুলপুর গ্রামের চান মিয়া পুত্র বর্তমানে মোমিনখলা আলকাছ মিয়ার ভাড়াটে শাহজাহান মিয়া (২৮), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মঙ্গলপুর গ্রামের মৃত আব্দুন নূরের পুত্র বর্তমানে মোমিনখলা সুমন মিয়ার ভাড়াটে মিসবাউর রহমান (৩০), একই এলাকাল মো: হাসানের পুত্র আলমঙ্গীর আহমদ (২০), ও মোমিনখলা বিডিআর মিয়ার পাশের বাসার মৃত শায়েক আহমদের পুত্র লিমন আহমদ (২৬)।
অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমার থানার এসআই স্নেহাশীষ পৈত্য, এএসআই মো. মোখলেছুর রহমান, এএসআই মো. শামীম, এএসআই আপন মিয়া, কনস্টেবল আবুল কালাম, নাহিদ, জিয়া ও শফিক মিয়া।
পুলিশ জানায়, নেক্সার মিয়ার দোকানে পাকিস্তান সুপার লিগের বিভিন্ন ম্যাচ ঘিরে বড় বড় জুয়ার আসর বসে। এসব জুয়ার আসরে ম্যাচ চলাকালীন টাকার বিনিময়ে খেলার ফলাফল ও বলপ্রতি ছয়-চার এবং উইকেট পতনের আগাম ঘোষণা দিয়ে ন্যূনতম ২০ থেকে ১শ টাকা পর্যন্ত বাজি ধরা হয়। যা আইনগত দণ্ডনীয় অপরাধ। আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং-১) দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।