উন্নত জীবন গঠনে লেখাপড়ার বিকল্প নেই -সুহেল আহমদ চৌধুরী

35

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, উন্নত জীবন গঠনে লেখাপড়ার বিকল্প নেই। শিক্ষা অর্জন ব্যতিরেকে আলোকিত জীবনের প্রত্যাশা করা যায়না। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবারক আলীর সভাপতিত্বে এবং শিক্ষানুরাগী সদস্য হাফিজ আরব খানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, অভিভাবক সদস্য আবারক আলী মেম্বার, কলেজ প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আজমত খান, হাবিবুর রহমান, আব্দুল কাহার, আবুল কালাম খান, কুতুব আলী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম মোস্তফা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, প্রভাষক আনাছুর রহমান, সমাজসেবক আমীর হোসেন, আবুল খয়ের, আমির আলী, মানিক মিয়া ও শিক্ষার্থীদের মধ্যে তোফায়েল আহমদ, আসমা বেগম।