সিলেটের এলজিইডির চলমান উন্নয়ন কাজের ফান্ড সংকট কাটাতে এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খানের সহযোগিতা চেয়েছেন সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের নেতারা। বুধবার দুপুরে সিলেট সফরকালে নগরীর একটি হোটেলে তার সঙ্গে দেখা করে কন্ট্রাক্টর এসোসিয়েশনের নেতারা এ সহযোগিতা কামনা করেন।
এ সময় কন্ট্রাক্টর এসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রধান প্রকৌশলীর সঙ্গে সিলেটের এলজিইডির বিভিন্ন প্রকল্পের ফান্ড সংকট নিয়ে কথা বলেন। তারা জানান- ফান্ড সংকটের কারনে সিলেটের চলমান উন্নয়নমূলক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। এজন্য তারা কাজের জন্য দ্রুত পর্যাপ্ত ফান্ড বরাদ্ধের দাবি জানান। জবাবে প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান ঠিকাদার এসোসিয়েশনের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন- উন্নয়ন কাজ যেনো তারা চলমান রাখেন। এজন্য দ্রুততম সময়ের মধ্যে ফান্ড বরাদ্ধের কথা বলেন। তাৎক্ষণিক বসেই তিনি ফোনের মাধ্যমে কয়েকটি প্রকল্পের টাকা বরাদ্দের বিষয়টিও খোঁজ খবর নেন।
এ সময় প্রধান প্রকৌশলীর সঙ্গে ছিলেন এলজিইডির সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. ইনামুল কবীর। আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি রাখাল দে, সিনিয়র সহ সভাপতি ফারুক আহমদ, সহ-সভাপতি হাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক শামীম আহমদ, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনায়েত আহমদ মনি, দপ্তর সম্পাদক খায়রুল হাসান, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম তুহেল, অর্থ সম্পাদক রিপন আহমদ। এছাড়া সিনিয়র কন্ট্রাক্টারদের মধ্যে উপস্থিত ছিলেন- সদরুজ্জামান ও এহতেশামুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি