কিছু অপরাধীর জন্য বাংলাদেশের সুনাম ক্ষুণœ হওয়ার সুযোগ নেই – মিজানুর রহমান জোদ্দার

45

সিলেট জেলার বাণিজ্যিক ব্যাংক সমূহের কর্মকর্তাদের জন্য বাংলাদেশ ফাইনানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর লিড ব্যাংক প্রোগ্রামের আওতায়, সিলেটের একটি হোটেলে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্তৃক আয়োজিত একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেট জেলায় কার্যরত বাণিজ্যিক ব্যাংকসমূহের মোট ৬২ জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকর নির্বাহী পরিচালক ও ডেপুটি হেড অব বিএফআইইউ মুহাম্মদ মিজানুর রহমান জোদ্দার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন, মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক, সিলেট, মোঃ শওকাতুল আলম, উপ-মহাব্যবস্থাপক, বিএফআইইউ, স্বপন কুমার বিশ্বাস, প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, এমটিবি ও সেক্রেটারী জেনারেল এসোসিয়েশন অব এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার অব ব্যাংকস ইন বাংলাদেশ এবং কে, এম, আব্দুল ওয়াদুদ, প্রিন্সিপাল, এমটিবি ট্রেনিং ইন্সটিটিউট।  একেএম গোলাম মাহমুদ, যুগ্ম পরিচালক, বিএফআইইউ, মোঃ রোকন-উজ-জামান, উপ পরিচালক বিএফআইইউ, উক্ত প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমটিবির কেন্দ্রীয় পরিপালন ইউনিট এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী পরিচালক মহোদয় অংশগ্রহণকারী কর্মকর্তাদেরকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে তাদের দায়দ্বায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি ব্যাংক সমূহকে এ ব্যাপারে যথাযথ এবং কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক এবং বিএফআইউ এর উপ প্রধান মুহাম্মদ মিজানুর রহমান জোদ্দার এ প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশের অর্জন, আন্তর্জাতিক অংজ্ঞনে বাংলাদেশের অবদান এবং সুনাম মুষ্টিমেয় অপরাধীর কারনে কুলষিত করার কোন সুযোগ নেই। ব্যাংক সমূহকে এব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ প্রদান করেন।