কানাইঘাট পৌরসভা নির্বাচনে আনসার- ভিডিপি সদস্যদের উল্লেখযোগ্য ভূমিকা

6

পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনে সিলেট জেলার কানাইঘাট পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে ৮১ জন আনসার-ভিডিপি সদস্য/সদস্যারা স্বাস্থ্য বিধি মেনে ভোট গ্রহণের সহায়তা, আইন-শৃংখলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
সিলেট আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডান্ট এনামুল খাঁন, কানাইঘাট উপজেলা আনসার-ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামের সহযোগিতায় কানাইঘাট পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রের জন্য ৮১ জন আনসার-ভিডিপি সদস্যদের শারীরিক যোগ্যতার ভিত্তিতে বাছাই করে বাছাইকৃত সদস্যদের প্রতি ভোট কেন্দ্রে ১ জন করে পিসি (অস্ত্রসহ), ১ জন করে এপিসি (অস্ত্রসহ), ৪ জন পুরুষ ও ৩ জন মহিলা আসন মোট ৯ জন আনসার-ভিডিপি সদস্য ১১ ফেব্রুয়রি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিনের দায়িত্ব পালনের জন্য অঙ্গীভূত করেন।
পৌরসভা নির্বাচনে আনসার-ভিডিপির সদস্য-সদস্যারা ভোট গ্রহণকালে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দায়িত্ব পালনের মাধ্যমে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণে শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণকালে জেলা কামান্ডান্ট, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাগণ সহ ভোট কেন্দ্রগুলোতে আনসার-ভিডিপি’র দায়িত্ব পালন দেখার জন্য পরিদর্শন করেন এবং তদারকিও পালন করেন। এছাড়াও পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্র ব্যাটালিয়ান আনসার সদস্যবৃন্দ স্ট্রাইকিং ফোর্স হিসেবে শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি