নগরীর যেসব এলাকায় শুক্র ও শনিবার বিদ্যুৎ থাকবে না

2

স্টাফ রিপোর্টার :
উন্নয়নমূলক কাজ ও ১১ কেভিফিডারের মেরামত ও সংরক্ষন কাজের জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় দুইদিন কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট। গতকাল বুধবার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর শিবগঞ্জ, টিলাগড়, মালুয়াহাউজ, গোপালটিলা, সবুজবাগ, শাপলাবাগ, কল্যানপুর, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরীপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, সোনারপাড়া, এম.সিকলেজ ও আশে-পাশের এলাকাসমূহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া শনিবার ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন এলাকা কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, গ্যাস অফিস, কাষ্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংক্সকা নয়া বস্তি ও আশপাশ এলাকায় আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকগণের এ সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত বলে জানিয়েছেন পিডিবি-২’র প্রকৌঃ শামছ-ই-আরেফিন।