গ্রামবাসীর প্রতিবাদ সভা ॥ শহতলীর চাতল গ্রামে মাদক ব্যবসায়ী সাজুকে অবাঞ্ছিত ঘোষণা

41
মাদকের বিরুদ্ধে শহরতলীর চাতলে অনুষ্ঠিত প্রতিবাদ সভার একাংশ।

সিলেটে সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের চাতল বাজারে মাদকের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নিয়েছেন এলাকাবাসী। ২২ জানুয়ারি শুক্রবার চাতল বাজারে এলাকার মুরব্বী ইউসুফ মিয়ার সভাপতিত্বে মাদকের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। চাতল গ্রামের মরহুম রশিদ আলীর ছেলে সাজু ওরফে সাজুকে মাদক ব্যবসার জন্য তাকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়ে প্রতিবাদ সভায় বক্তারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এদিকে, সাজু ওরফে সাজুর অতিরিক্ত মাদক সেবন করায় প্রতিদিন তার মা’কে ও মারধর করে তাকে।
এতে উপস্থিত ছিলেন, চাতল গ্রামের বাবুল চেয়ারম্যান, এলাইছ মিয়া, আব্দুল মতিন, রফিক আহমদ, ফয়জুল মিয়া, মনফর মিয়া, আব্দুল মালিক, আব্দুল মছব্বির, খাদিম নগর উইপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তুরাব আলী প্রমুখ। বিজ্ঞপ্তি