কবির কলম

13

ছাদির হুসাইন ছাদি

কবি’র কলম যুগের মলম
জাতির কাজে লড়ে,
এই কলমের শক্তি দিয়েই
সুশীল সমাজ গড়ে।

কবি’র মনের চিন্তা থেকে
জাতি ছড়ায় আলো,
কবি’র লেখা পাঠ করলে
জীবন চলে ভালো।

কবি’র ভাষা শিক্ষা ছড়ায়
মানবজাতির লক্ষ্যে,
কবি’র কলম কথা বলে
ন্যায় নীতির পক্ষে।

কবি’র নেশা কলম দিয়ে
নীতির ছবি আঁকা,
কবি’র ভাবনা যুগে যুগে
জাতির কাজে থাকা।