প্রেসক্লাবে বিভাগ উন্নয়ন পরিষদ নিউইয়র্ক এর মতবিনিময় ॥ সিলেটের ৮ দাবি পূরণে সাংবাদিকদের সহযোগিতা কামনা

45

সিলেটের জনগুরুত্বপূর্ণ আটটি দাবী পূরণে জনমত সৃষ্টির জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, নিউইয়র্ক এর নেতৃবৃন্দ। এ লক্ষ্যে শনিবার সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংগঠনের নেতারা। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, নিউইয়র্ক এর পক্ষে মতবিনিময়ে যোগ দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী ও কোষাধ্যক্ষ এম ফখর। এ সময় সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সহ সভাপতি এনামুল হক জুবের ও এম এ হান্নান, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী কমিটির সদস্য দিগেন সিংহ, ক্লাব সদস্য আমীরুল ইসলাম চৌধুরী এহিয়া, ইউএনবি’র জেলা প্রতিনিধি ছিদ্দিকুর রহমান, খবরপত্র’র ব্যুরো প্রধান এমএ মতিন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, নিউইয়র্ক এর নেতৃবৃন্দ অবিলম্বে সিলেট বিভাগ উন্নয় কর্তৃপক্ষ গঠন, সিলেটে ফায়ার ব্রিগেডের সদর দপ্তর স্থাপন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ^বিদ্যালয়ে উন্নীত করা, এয়ারপোর্টের পাশে দুটি বাইপাস সড়ক নির্মাণ, ওসমানী এয়ারপোর্টের উন্নয়ন, সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয় বাস্তবায়ন, সিলেট-আখাউড়া ডাবল রোললাইন দ্রুত নির্মাণ ও ঢাকা-সিলেট চারলেন সড়ক বাস্তবায়নের জন্য সরকারের উপর চাপ সৃষ্ঠিতে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় শেষে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, নিউইয়র্ক এর নেতৃবৃন্দ ৮ দফা দাবি সম্বলিত প্রকাশনা প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি