ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাও: রেজাউল করিম জালালী বলেছেন, শায়খুল হাদিস মাওলানা নেজাম উদ্দিন ছিলেন খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের একজন দক্ষ ও সৎ রাজনীতিবিদ এবং সমাজ সেবক। তাঁর কর্ম জীবনে দেশের জনগণের প্রানের সঞ্চার হয়েছে। তাঁর ইন্তেকালে দেশ ও জাতির সমাজকর্মে শূন্যতার সৃষ্টি হয়েছে। গতকাল ওসমানীনগর উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির শায়খুল হাদিস নেজাম উদ্দিন (র:) এর জীবনী কর্ম শীর্ষক আলোচনা ও শীত বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। গতকাল বিকালে উপজেলা গোয়ালা বাজারস্থ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোতাসিম বিল্লাহ জালালী। উপজেলার শাখার সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সহ-সভাপতি হাফিজ মাও: রশিদ আহমদ, ইউ/কে শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাও: ইকবাল হোসেন। বক্তব্য রাখেন মাও: আহমদ আলী, মাও: জিয়া উদ্দিন, মাও: আব্দুল্লাহ আল মামুন, মাও: আব্দুল মালিক, মাও: শফিক খান, মাও: শাহ ফয়সল আমিন, মাও: আশরাফ আলী, মাও: আবু ইউসুফ শিবলী, মাও: মিজানুর রহমান চৌধুরী, হাফিজ আব্দুস সালাম, মাও: মুহিবুর রহমান প্রমুখ।