মেসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সেলোনার আপিল খারিজ

7

স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসির উপর দুই ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল বার্সেলোনা কর্তৃপক্ষ। কিন্তু শুক্রবার এই আবেদন খারিজ করে দেয়া হয়েছে। তার মানে, বার্সেলোনার হয়ে এই আর্জেন্টাইন তারকা আজ (রবিবার) লা লিগার ম্যাচে খেলতে পারবেন না।
গত রবিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ম্যাচের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন মেসি। যার কারণে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। ওই ম্যাচে ৩-২ গোলে হেরেছিল বার্সেলোনা।
বার্সেলোনায় লম্বা ক্যারিয়ারে এর আগে কখনো লাল কার্ড দেখেননি মেসি। ওইদিন ক্লাবের হয়ে ৭৫৩তম ম্যাচ খেলতে নেমে প্রথমবার লাল কার্ড দেখেন মেসি।
মেসির দুই ম্যাচের নিষেধাজ্ঞার এক ম্যাচ ইতোমধ্যে পার হয়েছে। গত বৃহস্পতিবার কোপা দেল রে’র ম্যাচে কর্নেল্লার বিপক্ষে মেসিকে ছাড়াই ২-০ গোলে জয় পায় বার্সেলোনা।