আগষ্ট এলে :
আগষ্ট এলে করুন স্মৃতি ভাসে হৃদয়পটে,
আগষ্ট এলেই কান্নারা সব ঢোকরে ভীষণ উঠে।
আগষ্ট এলে প্রকৃতির সব মলিন হয়ে যায়,
আগষ্ট এলেই পাখপাখালি বিষেদের গান গায়।
আগষ্ট এলে মনের শহর ভীষণ থমকে যায়,
আগষ্ট এলেই রক্তজবা হাওয়াতে দোলায়।
আগষ্ট এলে মায়ের আঁচল ভিজে চোখের জলে!
আগষ্ট মাসই সব খোকাদের শোকের অতীত বলে।
আগষ্ট এলেই মনে পড়ে মুজিব হত্যার কথা-
আগষ্ট মানেই না ভোলা সব দুঃখ-স্মৃতি-ব্যথা।