শেখ একেএম জাকারিয়া
রুদ্ধ হলো সভা মিছিল
নৃত্য-নাটক-গান,
রুদ্ধ হলো স্বপ্ন দেখা
সৃষ্টি সুখের বান।
রুদ্ধ হলো শহর ও গাঁ
সকল মানব প্রাণ,
রুদ্ধ হলো বনবনানী
সতেজ ফুলের ঘ্রাণ।
রুদ্ধ হলো পাঠের পড়া
শিশুর অবুঝ মন
রুদ্ধ হলো এই পৃথিবী
প্রেমের বৃন্দাবন।
রুদ্ধ হলো আসা-যাওয়া
রিক্সা, বাস ও ট্রেন
রুদ্ধ হলো সকল আশা
সব মানুষের ব্রেন।
রুদ্ধ হলো মনের সাহস
গায়ের যত বল,
রুদ্ধ হলো জ্ঞানের আলো
যুদ্ধ, কোলাহল!
রুদ্ধ হলো সকলকিছু
আজ করোনার ভয়ে,
রুদ্ধ হলো মুক্ত জীবন
যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে।