সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শাহজালাল সারকারখানা দেশের সারের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। এ সারখানাটি প্রধনমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তরিকতার ফসল। সকল কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব হচ্ছে সৎ ও নিষ্ঠার সাথে যথাসময়ে উপস্থিত হয়ে কারখানার উৎপাদন অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। সারকারখানার ক্যাম্পাসে যে সকল উন্নয়ন চলমান রয়েছে তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। সকলকে মনে রাখতে হবে দেশকে এগিয়ে নিতে হলে পরিশ্রমের বিকল্প নেই। তাই সকলকে দেশকে ভালোবেসে কাজ করতে হবে।
এম.পি মাহমুদ উস সামাদ চৌধুরী শুক্রবার ২২ জানুয়ারি সকালে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানার মাল্টিপারপাস হল রুমের নব-নির্মিত ভবনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজালাল সারকারখানার প্রকল্প পরিচালক আনসার আলীর শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারখানার উপ-মহা ব্যবস্থাপক এটিএম বাকি, ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহি উদ্দিন বাদল, সিবিএ সভাপতি আব্দুল মালেক চৌধুরী মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সাইস্তা, সিবিএ নেতা আব্দুল মতিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিছলু, পারভেজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি