কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা পরিষদের মাসিক সভা বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মোমিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সার্বিক তত্বাবধানে মাসিক সভায় উপজেলার চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড স্বচ্ছতার সহিত বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ উপজেলার ১৯৩টি ভূমিহীন পরিবারের গৃহ নির্মানের চলমান কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দর ভাবে সম্পন্ন করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও উপজেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের চলমান নির্মান কাজ সম্পন্নের উপর গুরুত্ব আরোপ করা হয়। সেই সাথে লোভাছড়া পাথর কোয়ারী থেকে জব্দকৃত পাথর পরিবহন এবং কোয়ারী থেকে পাথর সরকারি নির্দেশনা ছাড়া যাতে করে কেউ উত্তোলন করতে না পারে এজন্য প্রশাসনিক অভিযান জোরদার করার জন্য সভায় আলোচনা হয়। মাসিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।