গোলাপগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

9

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত যুবকের (৩০) বাড়ি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামে। শনিবার ২ মে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী। জানা যায, পেশায় নির্মান শ্রমিক সেই যুবক কাজের সূত্রে সুনামগঞ্জ ছিলেন। সাম্প্রতি তিনি বাড়িতে আসেন। রুটিন চেকআপ এর অংশ হিসেবে তার করোনা টেস্ট করে হলে পজেটিভ আসে। আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ২৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। পরে শুক্রবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ বলে রিপোর্ট আসে। আক্রান্ত ব্যক্তিকে তার বাড়িতে রাখা হয়েছে। যদি তার শরীরের অবস্থা অবনতি হয় তাহলে তাকে হাসপাতালে আইসোলেশন সেন্টারে পাঠানো হবে। তার সংস্পর্শে আসা ও পরিবারের সবার নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন এই প্রথম আমাদের উপজেলায় করোনা রুগী সনাক্ত হইল। আমরা ঐ পরিবারের বাকী ৬জন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এই বাড়িকে লকডাউন করা হয়েছে।