খোকন সোনা

39

জিল্লুর রহমান পাটোয়ারী

খোকন সোনার ময়না পাখি,
আয়না দেখে নাচে –
তাই না দেখে বনের পাখি,
মুচকি হাসে গাছে।

খোকন সোনার ময়না পাখি,
গায় সে মধুর গান –
তাই তো সোনা আদর করে,
ময়নার প্রতি টান।

ময়না রোজে বায়না ধরে,
সাজবে নতুন সাজ –
তাই তো সোনা ব্যস্ত থাকে,
ময়নার করে কাজ।

ময়না নাচে খাঁচায় বসে,
সোনা হাসে বাইরে-
আদর পেয়ে ময়না খুশি,
চিন্তা ভাবনা নাইরে।