মামার বাড়ি

15

শাফায়েত হোসেন

আয় ছুটে আয় শাপলা -শালুক মামার বাড়ি ছুটি,
আয় না ছুটে চিতল- কাতল টেংরা কিংবা পুঁটি।
আয় ছুটে আয় পানকৌড়রা রঙিন নৌকা নিয়ে,
দুধ, কলা, ভাত, খেতে দেব মামার বাড়ি গিয়ে।

আয় ছুটে আয় বকের সারি সাদা- সাদা পালে,
মাছ ধরিব মামার দেশে ঠেলা পটকি জালে।
আয় ছুটে আয় মেঘবালিকা জল পরীদের সাজে,
টাপুরটুপুর বৃষ্টি পড়বে তোমার রূপের ভাজে।

আয় ছুটে আয় বর্ষাকালের সাদা কদম ফুল
নৌকা নিয়ে ছুটব আমরা করবো হুলুস্থুল।
আয় ছুটে আয় পদ্ম- পাতা কামিনী আর বেলি,
বৈঠাবিহীন নৌকা দিয়ে জলে যাব খেলি।

আয় ছুটে আয় স্বচ্ছ জলের ছোট-ছোট পোনা,
ঢেউয়ের তালে নিত্য করবো হয়ে আনমনা।
আয় ছুটে আয় সাঁতার কেটে বনের সকল পাখি।
মামার দেশে হাজার বছর থাকবো মাখামাখি।

মামার বাড়ি খেলব আমরা ঘুরবো মামার দেশ,
জল পরীদের আড্ডা হবে মামার বাড়ি বেশ।