ইংল্যান্ডের বড় জয়

20
England's Joe Root celebrates after scoring a century (100 runs) during the 2019 Cricket World Cup group stage match between England and West Indies at the Rose Bowl in Southampton, southern England, on June 14, 2019. (Photo by Adrian DENNIS / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read ADRIAN DENNIS/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :
মার্ক উড ও জফরা আর্চারের দুর্দান্ত বোলিংয়ের পর জো রুটের দারুণ সেঞ্চুরিতে বড় জয় পেল ইংল্যান্ড। বিশ্বকাপে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল তারা। ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ইংলিশরা এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে, ৪ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিন সাউদাম্পটনের দ্য রোজ বোলে অনুষ্ঠিত ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২১৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে ওপেনার জো রুট ৯৪ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। এবারের বিশ্বকাপে রুটের এটি দ্বিতীয় সেঞ্চুরি। ব্যাটিংয়ের আগে বল হাতে দুই উইকেট নেন রুট। যার ফলে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ২১২ রান সংগ্রহ করে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন নিকোলাস পুরান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন শিমরন হেটমায়ার। গেইলের ব্যাট থেকে আসে ৩৬ রান।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে মার্ক উড ১৮ রান দিয়ে তিনটি উইকেট নেন। ৩০ রান দিয়ে তিন উইকেট নেন জফরা আর্চার। এছাড়া জো রুট ২টি, লিয়াম প্লানকেট ১টি ও ক্রিস ওয়েকস ১টি করে উইকেট শিকার করেছেন।
ওয়েস্ট ইন্ডিজ আজ একাদশে তিনটি পরিবর্তন আনে। একাদশে ফিরেন এভিন লুইস, আন্দ্রে রাসেল ও শ্যানন গ্যাব্রিয়েল। বাদ পড়েন ড্যারেন ব্রাভো, কেমার রোচ ও অ্যাশলে নার্স। তবে, একাদশে কোনো পরিবর্তন আনেনি ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ফল: ৮ উইকেটে জয়ী ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ২১২ (৪৪.৪ ওভার)
(ক্রিস গেইল ৩৬, এভিন লুইস ২, শাই হোপ ১১, নিকোলাস পুরান ৬৩, শিমরন হেটমায়ার ৩৯, জ্যাসন হোল্ডার ৯, আন্দ্রে রাসেল ২১, কার্লোস ব্র্যাথওয়েট ১৪, শেল্ডন কটরেল ০, ওশানে থমাস ০*, শ্যানন গ্যাব্রিয়েল ০; ক্রিস ওয়েকস ১/১৬, জফরা আর্চার ৩/৩০, লিয়াম প্লানকেট ১/৩০, মার্ক উড ৩/১৮, বেন স্টোকস ০/২৫, আদিল রশীদ ০/৬১, জো রুট ২/২৭)।
ইংল্যান্ড ইনিংস: ২১৩/২ (৩৩.১ ওভার)
(জনি বেয়ারস্টো ৪৫, জো রুট ১০০*, ক্রিস ওয়েকস ৪০, বেন স্টোকস ১০*; শেল্ডন কটরেল ০/১৭, ওশানে থমাস ০/৪৩, শ্যানন গ্যাব্রিয়েল ৩/৪৯, আন্দ্রে রাসেল ০/১৪, জ্যাসন হোল্ডার ০/৩১, কার্লোস ব্র্যাথওয়েট ০/৩৫, ক্রিস গেইল ০/২২)।
ম্যাচ সেরা: জো রুট (ইংল্যান্ড)।