কানাইঘাট থেকে সংবাদদাতা :
মৌসুমী প্রভাবের কারণে দেশের বিভিন্ন স্থানে গত ২ দিন থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে কানাইঘাটে। গত সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কানাইঘাটে মাঠের আমন ফসলের অনেক ক্ষতি হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের বিভিন্ন প্রার্থীর টাংগানো হাজার হাজার পোষ্টার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে একেবারে ছিঁড়ে গেছে। হাঠ-বাজার সহ গ্রামগঞ্জে প্রার্থীদের পোস্টার শূন্য হয়ে পড়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস বয়ে যাওয়ার কারণে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা থমকে গেছে। আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীদের সমর্থনে কানাইঘাটের কোথাও গতকাল মঙ্গলবার নির্বাচনী সভা সমাবেশ হয়নি। তবে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হাফিজ আহমদ মজুমদারের নৌকা মার্কার সমর্থনে বৃষ্টিপাতকে উপেক্ষা করে কানাইঘাটের উমরগঞ্জ, ছোটদেশ, বীরদল বাজার ও গোসাইনপুর এলাকায় গণসংযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা। জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন লঙ্গল মার্কার সমর্থনে কানাইঘাটের রাজাগঞ্জ ও কানাইঘাট বাজারে মতবিনিময় ও গণসংযোগ করেছেন। অপর দিকে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ধানের শীষের প্রতীকের সমর্থনে ক্বওমী পন্থি আলেম-উলামাদের সমর্থন ও সহযোগিতা পেতে দারুল উলূম মাদ্রাসার শিক্ষকদের সাথে গতকাল মঙ্গলবার ঘরুয়া বৈঠক করেন। অনুরূপ ভাবে তিনি জকিগঞ্জ উপজেলার আল-ইসলাহর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বলে জানা গেছে।