দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা জাপা’র সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মজিদ মাস্টার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ মার্চ জাতীয় পার্টি ঢাকা মহাসমাবেশ থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময়ে প্রচন্ড শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হলে গত ৯ এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ মনিরুজ্জামান এর অধীনে সহযোগী অধ্যাপক (বক্ষব্যাধি) ডাঃ এ,এইচ,এমমিছবাউল ইসলাম ও ডাঃ শিশির বশার এর যৌথ তত্ত্বাবধানে তৃতীয় তলায় ১০ ওয়ার্ডের ২নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ একেএম মাহবুবুল হক তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন এবং শারীরিক সুস্থতার বিষয়ে আলাপ আলোচনা করেন। এ দিকে তাঁকে দেখতে সোমবার বিকালে সুনামগঞ্জ জেলা ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় জাপা’র সদস্য ও সাবেক জেলা জাপা’র সাধারণ সম্পাদক আ,ন,ম অহিদ কনা মিয়া, জাপা’র কেন্দ্রিয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাংবাদিক মো. আলা উদ্দিন, জেলা জাতীয় যুব সংহতি নেতা মাহবুব আহমদ নিউটন, আবুল খায়ের প্রমুখ।